দোহারে ওএমএস এর চাল বাজারে অবৈধভাবে বিক্রি

বিক্রির অভিযোগে মামলা

670

নিজস্ব প্রতিবেদক ♦ দোহারে গত সোমবার সরকারী ন্যায্য মূল্যের চাল ডিলার কতৃর্ক বাজারে বিক্রির অভিযোগে দোহার থানায় ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের ২৫/১ ধারা অনুযায়ী একটি মামলা হয়েছে।

মামলার এস. আই. আর নং-০৮ বলে দোহার থানা সূত্রে জানা যায় গিয়েছে মামলার বাদী দক্ষিণ শিমুলিয়াবাসী মিজানুর রহমান এবং বিবাদী মেঘুলা বাজারের ব্যবসায়ী গোপাল চন্দ্র। এদিকে আমাদের প্রতিবেদকের নিকট বিবাদী গোপাল চন্দ্র বলেন যে তিনি ষড়যন্ত্রের শিকার। তার ক্ষতিসাধন করার জন্য ঘটনাটি সাজানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরো অভিযোগ করেন তার বিরুদ্ধে মামলা হলেও ডিলার শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ পত্র দায়ের করা হয়নি। উপরন্তু তাকে হুমকি প্রদান ও মামলা তুলে নেওয়ার জন্য টাকা দাবী করা হচ্ছে বলে জানান। তবে চাল ক্রয়ের বিষয়টি তিনি স্বীকার করেন। এদিকে প্রত্যক্ষর্দশীদের বিবরনীতে জানা যায়, তিনি ডিলারের যোগসাজোগে ১৫ বস্তা চাল ক্রয় করেন।

নিউজ ৩৯

আপনার মতামত দিন