নিউজ ৩৯.নেট ♦ এসএসসি পরীক্ষায় দোহারে উত্তীর্ণের হার ছিল ৮৯.৪৬%। ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার মোট ১৯৬৪ জন পরীক্ষায় অংশ নেয়, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৭৫৭ জন।
জিপিএ ৫ পেয়েছে মাত্র ৬১ জন। সব্বোর্চ্চ ১৪টি জিপিএ ৫ পেয়েছে জয়পাড়ার বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা কিন্তু পাশের হারের দিক থাকে পিছিয়ে পরেছে স্কুলটি। স্কুলে পাশের হার ৭৭.৮২%।
পাশের হারের দিক থেকে সবচেয়ে উপরে আছে মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির ১৫৩ জন শিক্ষার্থীরর মাঝে ১৫২ জন উত্তীর্ণ হয়েছে, জিপিএ ৫ পেয়েছে ১০ জন। এছাড়া মালিকান্দা উচ্চ বিদ্যালয়ের ১২৪ জন শিক্ষার্থীর মাঝে ১২৩ জন উত্তীর্ণ হয়েছে, জিপিএ ৫ পেয়েছে ১১ জন। দোহারের ৪টি স্কুল থেকে কোন জিপিএ ৫ ফল আসে নি।
আপনার মতামত দিন