দোহারে এবার আগুন সন্ত্রাসীকে গণধোলাই

234
দোহারে এবার আগুন সন্ত্রাসীকে গণধোলাই

news39.net; শরিফ হাসানঃ দোহার উপজেলায় বেগুন চুরি করে বিক্রির সময় আগুন সন্ত্রাসী নামে পরিচিত ফাহাদ (২৩) কে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। সে নিয়মিত দোহারের সোনার বাংলা গ্রামে আগুন দিতো। রোববার (১৯ সেপ্টেম্বর) উপজেলার সোনারবাংলা গ্রামে এঘটনা ঘটে। এরআগে সোনারবাংলা গ্রামের দশ বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর সম্প্রতি তিনি জেল থেকে ছাড়া পান।

আটককৃত ফাহাদ উপজেলার বটিয়া বালুর মাঠ এলাকার মইফল পরমানিকের ছেলে। এরআগে ফাহাদ সোনারবাংলা গ্রামে থাকতো।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনার বাংলা গ্রামের বিভিন্ন বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়ে তিন সপ্তাহ জেল খেটে গত বুধবার জামিনে বের হয় ফাহাদ। রোববার সকাল ৬টায় স্থানীয় সাহেব আলীর বাড়ি থেকে ঝাকা ভর্তি বেগুন চুরি করে থানার মোড়ে বিক্রি করতে আনেন। পরে থানার মোড় থেকে সাহেব আলী তাকে ধরে সোনার বাংলা গ্রামে নিয়ে যায়। এসময় উত্তেজিত এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ফাহাদ বিভিন্ন বাড়িতে চুরি ও নানা অপকর্মের সাথে জড়িত বলে জানান এলাকাবাসী।

দোহার থানার এসআই মাসুম লাভলু জানান, আমরা হাসপাতালে গিয়ে ফাহাদকে দেখেছি। সে চুরি করেছে কিনা বিষয়টা খোঁজ নিয়ে দেখবো। এর আগে একটি মামলায় জামিনে ছিল সে।

আপনার মতামত দিন