দোহারে ব্যবসায়ীর কাছ থেকে দিনে দুপুরে আড়াই লাখ  টাকা ছিনতাই

984

 

 

আজ ২২ ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকা দোহার উপজেলায় রাইপাড়া ইউনিয়নের চিতাঘাটা ব্রীজের পর এস পি মজিবরের বাড়ি সংলগ্ন সড়কে মোঃ শিশির নামের এক মুদি ব্যবসায়ীর নিকট হইতে দুপুর ৩:০০ টার দিকে দুইলক্ষ পঞ্চাশ হাজার (২,৫০,০০০) টাকা ছিনতাই করে দূর্বৃত্তরা।

ব্যবসায়ী মোঃ শিশিরের কাছ থেকে জানা যায়, আজ দুপুর ৩:০০ ঘটিকায় তিনি তার জমিসংক্রান্ত (বায়নাবাবদ) টাকা নিয়ে জয়পাড়া ডাচ বাংলা ব্যাংকে জমা রাখার উদ্দেশ্যে রিক্সাযোগে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌছালে হঠাৎ অজ্ঞাত একটি মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্তকারী এসে তার গতিপথ আটকায়। এবং তাকে মারধর আহত করে মাথায় পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগটি নিয়ে জয়পাড়ার দিকে পালিয়ে যায়।

মোঃ শিশির (৪০) কুসুমহাটি ইউনিয়নের আওলিয়াবাদ গ্রামের আব্দুল হকের ছেলে। এঘটনার কারনে এলাকায় জনগনের মধ্যে এক আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে শিশির দোহার থানায় এখনও কোন অভিযোগ বা মামলা করেননি বলে জানান।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম শেখ জানান, এব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই, এবং কোন অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন