দোহারে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচনেঃ শামীমা বীথি’র একতরফা জয়

    699

    ঢাকা দোহার উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বীতায় শামীমা ইসলাম বীথী হাঁস মার্কায় ২৬১২৯ জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী সাজেদা ইসলাম রুনু প্রজাপতি মার্কায় ৬৮০৭ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।আর কলস প্রতীকে রাহিমা পেয়েছেন ৩৩২৩ । উপজেলা পরিষদের সভাকক্ষে ভোট গননা শেষ বেসরকারিভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে,নির্বাচন কমিশনার রেজাউল ইসলাম এ ফলাফল ঘোষনা করেন। মোট ৭৬ টি কেন্দ্রের মধ্যে ১লক্ষ ৭৮ হাজার ৩ শত ৪৫ ভোট সংখ্যা নিয়ে এ নির্বাচনে মোট তিনজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বীতা করছেন। এসময় উপস্থিত ছিলেন, দোহার থানা ওসি তদন্ত মো.ইয়াসিন মুন্সী,সকল প্রার্থী সহ বিভিন্ন নেত্রীবৃন্দ।

    আপনার মতামত দিন