দোহারে ইয়াবা ব্যবসায়ী ২ যুবক আটক

393

ঢাকার দোহার উপজেলায় মো. সোহেল (৩২) ও রুবেল (২২) নামক দুই যুবককে ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃত সোহেল শ্রীনগর উপজেলার বালুর চর গ্রামের আবু মীরের ছেলে ও রুবেল উপজেলার দক্ষিণ মধুরখোলা গ্রামের সমশের শিকদারের ছেলে ।

দোহার থানার উপ পরিদর্শক মো. রফিকুল ইসলাম লিটন বলেন, আটককৃতরা দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাইনপুকুর তিন দোকান এলাকা থেকে ১৫ পিছ ইয়াবাসহ দিবাগত রাতে তাদের আটক করা হয়। 

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক বলেন, এ ব্যাপারে মাদক আইনে মামলা দিয়ে আটককৃতদের শুক্রবার দুপুরে কোর্টে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন