দোহারে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক

331

তানজিম ইসলাম, নিউজ৩৯.নেট ♦ ঢাকার দোহারে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ জয়পাড়া গাঙপাড় এলাকা থেকে আটক করা হয়। 

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- মাদক ব্যবসায়ী আয়নাল (২৬) ও তার সহযোগী মেহেদী হাসান রনি (২০) ও লাবলী দেওয়ান (৩২)।

দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, গাঙপাড় এলাকার মাদক ব্যবসায়ী আয়নালের বাড়িতে মেহেদী ও লাবলী অবস্থান করছিলেন। গোপন এ সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পুলিশের একটি দল অভিযান চালায়। আটকের চেষ্টাকালে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে তারা। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। পরে, ধাওয়া দিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দু’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান এসআই।

আপনার মতামত দিন