দোহারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

363

দোহার উপজেলার মুকসদপুর ইউনিয়নের দুবলী গ্রাম থাকে ৯৫ পিচ ইয়াবাসহ  সাইফুল (২৫) এবং সুমন (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাইনপুকুর তদন্ত কেদ্রের পুলিশ।

আটককৃত সাইফুল উপজেলার মুকসদপুর ইউনিয়নের দুবলী গ্রামের তোফাজ্জল মিয়ার ছেলে এবং সুমন একই গ্রামের জাফর মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে শাইনপুকুর তদন্ত কেদ্রের ইনচার্জ সাইফুল ইসলামের নেত্বতে একদল পুলিশ দুবলী এলাকা থেকে তাদেরকে ইয়াবাসহ আটক করে দোহার থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে শাইনপুকুর তদন্ত কেদ্রের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়, আজ সকালে মাদক দ্রব্য আইনে মামলায় তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন