দোহারে ইসলামাবাদ স্কুলের সভাপতি হলেন আলমগীর হোসেন

225
আলমগীর হোসেন

ঢাকা জেলার দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে দোহারের ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করা হয়েছে। শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবার দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৫ জুন) এ দায়িত্ব নিতে সম্মতি প্রকাশ করেন আলমগীর হোসেন।

জানা যায়, নারিশা ইউনিয়নের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের একটি প্রতিষ্ঠান। স্থানীয় এলাকাবাসীর ও বিদ্যালয় জমিদাতা পরিবারের দাবীর মুখে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন সভাপতি’র দায়িত্ব নিতে সম্মতি দিয়েছেন। সভাপতি নির্বাচিত হওয়ার পর তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপির হাত ধরে দোহার-নবাবগঞ্জ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকতার ছোঁয়া পাবে। সে ধারবাহিকতায় তাঁর সার্বিক সহযোগিতা নিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাব।

আপনার মতামত দিন