সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে ইলিশ ধরার রায়ে তিন জেলেকে সাতদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরুল হাসান এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর গ্রামের নবাব শেখের ছেলে রাসেল (২৪), মুকসুদপুর গ্রামের ইউনূস শেখের ছেলে আলাউদ্দিন (২৫) ও একই গ্রামের আফতা মিয়ার ছেলে জহির (২৭)।
দোহার থানার কুতুবপুর নৌ ফাঁড়ির ইনচার্জ ফরহাদ আলম জানান, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিকালে পদ্মা নদীর নারিশা এলাকায় মাছ ধরছিলেন ওই তিন জেলে। এসময় ১০ কেজি ইলিশ, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও একটি নৌকাসহ তাদের আটক করা হয়।
পরে সন্ধ্যায় তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ দণ্ড দেন।
জব্দকৃত ইলিশ মুকসুদপুর আকন বাড়ি মাদ্রাসা ও এতিমখানায় বিলিয়ে দেয়া হয়েছে এবং কারেন্ট জাল তাৎক্ষণিক পুড়িয়ে ফেলা হয়। এছাড়া মাছ ধরার নৌকা পুলিশ হেফাজতে রয়েছে।