দোহারে ইয়াবাসহ গ্রেপ্তার-২

695
দোহারে ইয়াবাসহ গ্রেপ্তার-২

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া ও রাইপাড়া এলাকা থেকে র‌্যাব-১০ এর অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন (৪২) ও মোঃ জুয়েল মন্ডল (২৬) কে ৮১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৫ আগষ্ট) সকালে উপজেলার জয়পাড়া ও রাইপাড়া এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ আনোয়ার হোসেন উপজেলার বৌ-বাজার এলাকার মোঃ দেলোয়ার হোসেন এর পুত্র এবং মোঃ জুয়েল মন্ডল আপর জন উপজেলার রাইপাড়া এলাকার মোঃ রাজ্জাক মন্ডল এর পুত্র বলে জানা গেছে।

রবিবার (৬ আগষ্ট) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে র‌্যাব-১০ এ তথ্য সাংবাদিকদের জানান।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, শনিবার সকালে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দুইটি পৃথক অভিযান পরিচালনা করে দোহার উপজেলার জয়পাড়া ও রাইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৮১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থাকা ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয় আইন অনুযায়ী পরাবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আপনার মতামত দিন