দোহারে ইটভাটায় অভিযান

251

ঢাকার দোহার উপজেলার ইসলামপুরের মেসার্স জয়পাড়া ব্রিকস্’ নামে একটি ইট ভাটায় অভিযান চালিয়ে জরিমানা করেছে দোহার উপজেলা প্রশাসন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ইসলামপুর ‘মেসার্স জয়পাড়া ব্রিকস্’ ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা খাতুন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, ইটভাটা পরিচালনার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং লাইসেন্স নবায়ন না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর ১৪ ধারায় আইন লংঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (ঢাকা) মিহির লাল সরদার, দোহার থানার এস আই আব্দুল বারেক।

আপনার মতামত দিন