ঢাকার দোহার উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে পোষ্টার ব্যানার ফেস্টুনের মধ্যেমে প্রার্থীদের প্রচার-প্রচারণা চলেছে। মনোনয়ন প্রত্যাশীদের পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট। চায়ের দোকান, হোটেল-রেস্তোরাঁ ও পাড়া-মহল্লায় চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা।
ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারী দোহার উপজেলার পাঁচটি ইউনিয়ন নয়াবাড়ি, কুসুমহাটি, বিলাসপুর, নারিশা ও মুকসুদপুরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থী হতে পাঁচ ইউনিয়নে ৫ জনকে নমিনেশন দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩৬ জন নমিনেশন জমা দিয়েছে। মেম্বার পদে ১৬১ জন নমিনেশন জমা দিয়েছে। সংরক্ষিত আসনে ৪৫ জন নমিনেশন জমা দিয়েছে।
এসব প্রার্থীরা তাদের নির্বাচনী পোস্টার ব্যানার ফেস্টুন ইত্যাদি, ইউনিয়নের বিভিন্ন স্থানে টানিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছিল। দোহার উপজেলার পাঁচটি ইউনিয়নের তাদের এই প্রচার প্রচারণা ফেস্টুন,ব্যানার পোস্টার অপসরণের নির্দেষ দেওয়া হয়েছে।
এবিষয়ে দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ বলেন, পাঁচটি ইউনিয়নের সকল ধরনের নির্বাচনী পোস্টার,ব্যানার, ফেস্টুন ইত্যাদি অপসারন করতে হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এটি কর্যাক্রম শুরু হবে। পাশাপাশি মোবাইল কোর্টও পরিচালনা করা হবে।