দোহারে ইউএনও কর্তৃক ১২ জুয়াড়ির সাজা

211

দোহার উপজেলায় জুয়া খেলার অপরাধে ১২ জুয়াড়িকে ৭দিন করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও নুরুল করিম ভূঁইয়ার ভ্রাম্যমাণ আদালত তাদের এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, দোহার উপজেলার আন্তা গ্রামের দেলোয়ার হোসেন, মুক্তার হোসেন, বাতেন, মনির হোসেন, সালাম, পূর্ব ধোয়াইর গ্রামের সুজন হোসেন, বাহ্রাঘাটের লিটন হোসেন, মুকসেদপুর ফুলতলা গ্রামের আবুল হোসেন, নবাবগঞ্জের বক্তারনগর গ্রামের হারুন বিশ্বাস, কেরানীগঞ্জের ফটিক চাঁন, শ্রীনগরের ফিরোজ, ওয়াহিদ।

আপনার মতামত দিন