নিউজ ডেস্কঃ ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর গ্রামে অবস্থিত মাহমুদপুর আল-মদিনা জামে মসজিদের উদ্যোগে ও স্থানীয় যুব সমাজের সহযোগিতায় এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ রমজান) ২১ মার্চ, এলাকার সকল শ্রেণির মানুষের অংশগ্রহণে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত যুব সমাজ জানান, ভবিষ্যতে সমাজের কল্যাণে যেকোনো ভালো উদ্যোগ গ্রহণের পাশাপাশি মানবকল্যাণমূলক কাজে সহায়তার হাত বাড়িয়ে দিতে তারা সদা প্রস্তুত থাকবে।
এসময় আল-মদিনা জামে মসজিদের ইমাম মাওলানা জাহাঙ্গীর বিশেষ দোয়া পরিচালনা করেন, যেখানে ইফতারের পূর্ব মুহূর্তে গাজাসহ বিশ্বের সব মুসলমানদের জন্য শান্তি ও কল্যাণ কামনা করা হয়।