দোহারে আব্দুল মান্নান খানের ত্রাণ বিতরন

368
দোহারে আব্দুল মান্নান খানের ত্রাণ বিতরন

ঢাকার দোহারে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান খান বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন করেছেন। দোহারের বিলাসপুর, নয়াবাড়ি ইউনিয়ন এ ত্রাণ বিতরন করা হয়। এই সময় তিনি বন্যা দুর্গত প্রায় ২০০০ পরিবারের মাঝে এই ত্রান বিতরন করেন।

মঙ্গলবার দুপুরে দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের পদ্মা নদীর পানিতে বন্দী দশায় থাকায় বানভাসিদের মাঝে সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ত্রাণ বিতরন শুরু করেন। এসময় আব্দুল মান্নান খান বলেন, আমি আপনাদের বন্ধু বা ভাইয়ের মত। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম এবং এখনও আছি। যতদিন বাঁচবো আপনাদের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করবো। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হুকুম আলী চোকদার, হুমায়ন কবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজিব শরীফ দোহার উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ অঙ্গসংগঠেন নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন