দোহারে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

616
দোহারে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

 

‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’- এ স্লোগাণকে সামনে রেখে আজ শুক্রবার সকালে ঢাকার দোহার উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে জয়পাড়া রতন ভাস্কর্য হয়ে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

 

পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মুজিবুল হায়দার, সাধারণ সম্পাদক একলাল উদ্দিন আহমেদ, আবুল কাশেম, ফারুক ই-আজম, ডা. মহিউল মিল্লাত, আইয়ুব আলী, মনজুর রশীদ, জামাল উদ্দিন, আসাদুল ইসলাম, নীলুফা ইয়াসমিন, সাকুরা আহমেদ প্রমুখ।

আপনার মতামত দিন