দোহারে ‘আজকের দর্পণ’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

78
দোহারে ‘আজকের দর্পণ’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাকার দোহার উপজেলায় বর্ণিল আয়োজনে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২শে সেপ্টেম্বর) দুপুর ৩ টায় উপজেলার জয়পাড়ায় বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের ২য় তলায় হলরুমে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আট পেরিয়ে নয়-এ পদার্পণ করে পত্রিকাটি। আজকের দর্পণ পত্রিকার পথচলার শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচার করে আসছে।

‘আজকের দর্পণ’ পত্রিকার দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি নাজনীন শিকদারের বর্ণিল আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোবাশ্বের আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীম আহমেদ।

এসময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম আজকের দর্পণ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, সাপ্তাহিক নববাংলা পত্রিকার প্রকাশক মো. বিল্লাল হোসেন, দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, দোহার থানার এসআই মো. মিন্টু লস্কর, এএসআই রোমান সিদ্দিকী, দোহার প্রেসক্লাবের সহ সভাপতি শেখ সোহেল রানা, পদ্মা সরকারি কলেজের প্রভাষক মো. আলমগীর হোসেন, কাজী জুবায়ের আহমেদ, মো. সুজন হোসেন, সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন, মো. নাজমুল হোসেন, মো. কামাল হোসেন, রাহাত মামুন, জাকির হোসেন, শরীফ হাসান, আল-আমীন হোসেন, মাকসুমুল মুকিম, আলী হোসেন, প্রবীর পাল, দুলাল হোসেন, তাহমিনা আক্তার, রিমন হোসেন, শারমিনসহ আরো অনেকে।

আপনার মতামত দিন