দোহারে আইএফআইসি প্রতিবেশী উৎসব অনুষ্ঠিত

136

আবু বকর, আল আমিন: দোহার উপজেলার জয়পাড়ায় আইএফআইসি ব্যাংক উপশাখার আয়োজনে “প্রতিবেশী পিঠা উৎসব” অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৩০শে জানুয়ারি সকাল ১১টায় জয়পাড়া শাখায় প্রতিবেশী (পিঠা) পালন করা হয়েছে।

এসময় আইএফআইসি ব্যাংক মেঘুলা বাজার শাখার, শাখা ব্যবস্থাপক ফাহিম আহমেদ মজুমদার বলেন,
এই উৎসব বাংগালীর ঐতিহ্য। পারস্পরিক সম্পর্ক এবং সৌহার্দ্য বৃদ্ধির। আস্থা, বিশ্বাস এবং আধুনিকতায় আইএফআইসি ব্যাংক গ্রাহকদের ভালোবাসায় সমৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন মেঘুলা বাজার ব্রাঞ্চের ম্যানেজার ফাহিম আহমেদ মজুমদার, জয়পাড়া বাজার সমিতির সেক্রেটারি দেলোয়ার মাঝি,
অফিসার ইন চার্জ অমিত কুমার ভদ্র, এসিস্ট্যান্ট অফিসার সুস্মিতা দাশ ডালিয়া, এসিস্ট্যান্ট অফিসার মাসুদুল ইসলাম,দোহার ১ নং ওয়ার্ডের মেম্বার রিফাত সহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ।

আপনার মতামত দিন