দোহারে অশালীন ভিডিও ছড়ানোর দায়ে যুবকের কারাদণ্ড

328

নিউজ৩৯.নেট ♦ ঢাকার দোহার উপজেলায় সাইফুল ইসলাম সাইমুন (৩০) নামে এক বখাটে যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার এক গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে তাকে এ শাস্তি দেয়া হয়েছে।

রোববার দুপুরে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূঁইয়ার আদালত তাকে এ কারাদণ্ড দেন। সাইমুন উপজেলার মুকসেদপুর  ইউনিয়নের ঢালারপাড় গ্রামের সালাম মোল্লার ছেলে।

গৃহবধূর পরিবার ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত ঈদুল ফিতরের আগে ওই গৃহবধূ বাবার বাড়িতে ছিলেন। একদিন দুপুরে টিনের বেড়ার গোসলখানায় গোসল করছিলেন। ওই সময়ে বখাটে সোহাগ,  সাইমুন ও সাইফুল বেড়ার ফাঁক দিয়ে গৃহবধূর গোসলের দৃশ্য মুঠোফোনে ধারণ করে। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয় তারা।

ঈদুল  আজহার আগে গৃহবধূর পরিবার বিষয়টি অবগত হয়। গৃহবধূর বাবা এ বিষয়ে থানা পুলিশে অভিযোগ করেন। শনিবার রাতে পুলিশ সাইমুনকে গ্রেফতার করে। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে দুই বছরের বিনাশ্রম  কারাদণ্ড প্রদান করেন।

আপনার মতামত দিন