দোহারে অভিভাবকদের অসচেতনতায় শিশুর মৃত্যু

602
সংবাদ

মনির হোসেন,নিউজ৩৯ : আবার পুকুরে ডুবে শিশুর মৃত্যু। এবারও অসচেতন অভিভাবক। গত বৃহস্পতিবার দুপুরে দোহার উপজেলার কাজীরচর আশ্রায়ন প্রকল্পে জান্নাত(৩) নামে শিশুটির মৃত্যু হয় পুকুরের পানিতে ডুবে। জান্নাতের বাবার নাম শেখ জাকির।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জান্নাত নিজ বাড়ির সামনে খেলা করছিল। হঠাৎ সেখানে তাকে দেখতে না পেয়ে পরিবারের স্বজনেরা তাকে খুঁজতে থাকে। এ সময় পুকুরে তাকে ভাসতে দেখে; পুকুর থেকে তাকে উদ্ধার করে দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জান্নাতের স্বজনদের আর্ত চিৎকারে এলাকায় শোক বিরাজ করছে।

আপনার মতামত দিন