দোহারে অবৈধ মটর সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু

705
দোহারে অবৈধ মটর সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু

ঢাকা জেলার দোহার উপজেলায় শুরু হয়েছে অবৈধ মটর সাইকেলের বিরুদ্ধে অভিযান। লাইসেন্সবিহীন মটর সাইকেল, হেলমেট বিহীন চালক ও বিনা ড্রাইভিং লাইসেন্সে মটর সাইকেল চালকদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় প্রায় ৫০টি মটর সাইকেল আটক ও এদের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বর্তমানে ১২টি মটর সাইকেল দোহার থানায় আটক আছে। এই সময় এই অভিযান পরিচালনা করেন সার্জেন্ট আল আমিন।

সার্জেন্ট আল আমিন নিউজ৩৯কে জানান, আগামী ১০ দিন; দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলায় এই অভিযান পরিচালিত হবে।

আপনার মতামত দিন