ঢাকার দোহারের মুকসুদপুর ইউনিয়নের এক ড্রেজার ব্যবসায়ী কে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা করা হয়েছে।
সোমবার ২৫ জানুয়ারী সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ড্রেজার ব্যবসায়ী মিজানুর রহমানকে আটক করা হয়। মিজানুর রহমান পদ্মানদী হতে বালু উত্তোলন করার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। এই সময় প্রায় ২০০ মিটার পাইপ ধ্বংস করা হয়। মোবাইল কোটের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বালু ব্যবসায়ী মিজানুর কে।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র। তিনি বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতার করেন দোহার থানা পুলিশ ফোর্স।
আপনার মতামত দিন