দোহার উপজেলায় আকস্মিক হারে বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ চালিত ইজিবাইক। ইজিবাইকের ফলে দোহারের প্রধান সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট ও প্রতিনিয়ত ঘটছে ছোট বড় অসংক্ষ দুর্ঘটনা। যার ভুক্তভোগী হচ্ছেন পথচারী সাধারণ জনতা।
প্রায় প্রতিটি ইজিবাইক চালক কোনরূপ প্রশিক্ষণ গ্রহণ না করেই প্রধান সড়কে ড্রাইভিং করছে তারা। কিছুক্ষেত্রে দেখা যায়, অনেক অপ্রাপ্তবয়স ছেলেরাও ইসিবাইক ড্রাইভিং করছে। এতে দুর্ঘটনার শিকার হয়ে প্রান হারাচ্ছে সাধারণ পথচারী।
নারিশা বাসিন্দা আলি হোসেন বলেন, আজকাল অতিরিক্ত ইসিবাইকের ফলে রাস্তায় বের হওয়া মুশকিল হয়ে গেছে। অদক্ষ ড্রাইভারের কারনে দুর্ঘটনা প্রবণতা থেকেই যায়। সরকারের উচিৎ এই অবৈধ ইসিবাইক উচ্ছেদ করা।
দোহার থানা প্রশাসন কয়েকবার এই ইজিবাইক চলাচল বন্ধ করার উদ্যোগ গ্রহন করার পরেও কোন এক অজ্ঞাত কারনে আপাতত বন্ধ রেখেছে তাদের অভিযান। ইজিবাইক বন্ধ না করলে দোহারের বিদ্যুৎ ঘাটতি ও সড়ক দুর্ঘটনার প্রবণতা থেকেই যাবে।