দোহারে অন্তরা হুদার শীতবস্ত্র বিতরন

683
অন্তরা হুদা

দোহারে পদ্মা তীরবর্তী অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেছেন ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে সেলিমা অন্তরা হুদা। শুক্রবার বিকালে দোহারের নারিশা ও বিলাশপুর ইউনিয়নের পদ্মা ত্তীরবর্তী অঞ্চলে এই শীতবস্ত্র বিতরন করা হয়। শীত বস্ত্র হিসাবে প্রায় ১২০০ কম্বল বিতরন করেন অন্তরা হুদা। এই সময় শীত বস্ত্র বিতরনের সময় অন্তরা হুদা নিজে বাড়ি বাড়ি যেয়ে অসহায় মানুষদের মাঝে এই কম্বল পৌছে দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আনোয়ার মাদবর, ছাত্রদল নেতা হাজ্জাজ মাসুদ ও সিদ্দিকুর রহমান।

 অন্তরা হুদা

আপনার মতামত দিন