দোহারে অনুমোদন ছাড়াই রাস্তায় স্পিড ব্রেকার দিল ক্লিনিক কর্মকর্তারা

1819
দোহারে অনুমোদন ছাড়াই রাস্তায় স্পিড ব্রেকার দিল ক্লিনিক কর্মকর্তারা

পৌরসভার অনুমোদন না নিয়ে বেআইনী ভাবে মেইন রাস্তায় স্পিড ব্রেকার দেয় দোহার উপজেলার প্রাইভেট জয়পাড়া ক্লিনিকের পরিচালক কর্মকর্তারা বিকেল আনুমানিক ৩টায় সময় জয়পাড়া বাজার যাওয়ার মেইন রাস্তায় স্পিড ব্রেকার দেয়।

 

জানা যায়- জয়পাড়া ক্লিনিকের কর্মকর্তা বেআইনী ভাবে মেইন রাস্তা বাঁশ ফেলে আটকে দিয়ে তাদের প্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকার দেয়। সেসময় রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দু’ঘন্টা আটকে রাখে রাস্তাটি। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন (ম্যাজিস্ট্রেট) সারাবাংলা টুয়েন্টিফোর ডটকমকে বলেন,

 

রাস্তায় স্পিড ব্রেকারর বিষয়টি আমি জানিনা। দোহার পৌরসভার প্রকৌশলী কর্মকর্তা মুশিউর রহমান বলেন – এই বিষয়টি আমি জানিনা আমাকে জানানো হয়নি। পৌরসভা থেকে তাদের কে অনুমোদন দেওয়া হয়নি- রাস্তায় স্পিড ব্রেকার দেয়া সম্পূর্ণ নিষেধ এ ব্যাপারে অবশ্যই প্রদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি,

 

পৌর মেয়রের কাছে জানতে চাইলে বলেন তারা আবেদন করেছেন অনুমোদন না দিলেও বিষয়টি আমাকে জানিয়েছেন। ক্লিনিকের পরিচালকরা চটা মেজাজে সাংবাদিককে বলেন আপনাদের সমস্যা কি? আমাদের কাছে অনুমোদনের কাগজ আছে। দেখতে চাইলে বলে ব্যস্ত আছি পরে দেখাবো বলে ফোন রেখে দেয় ক্লিনিক পরিচালকরা।

আপনার মতামত দিন