দোহারর আড়িয়াল বিলের কাছে নিকড়া এলাকায় অতিরিক্ত ওজনের ফলে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায়। এতে গাড়ীর চালক এবং হেলপার গুরুত্বর আহত হয়।
স্থানীয় এবং প্রতক্ষদর্শী সুত্রে জানা যায় ,গত ১৯ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার আড়িয়াল বিল এলাকার নিকড়া গ্রামে সড়ক ও জনপদ বিভাগের নির্মানাধীন ব্রীজের কাজের জন্য সিলেট থেকে আনা প্রায় ২০ টন ওজনের অতিরিক্ত পাথর বোঝাই ঢাকা মেট্রো -ট-১৪-৩৯৭৯ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পরে যায়। পরে ব্রীজের নির্মান শ্রমিকরা এসে গাড়ীর চালক বশির (৩৬) এবং হেলপার রাকিব (৩২) কে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংবাদ পেয়ে দোহার থানা পুলিশ দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ বলেন,’” পাথরগুলো ব্রীজের কাজের জন্য আনা হয়ে ছিল। দূর্ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে”।