দোহারে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, চোরাই অটোরিকশা উদ্ধার

458
 দোহারে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, চোরাই অটোরিকশা উদ্ধার

গতকাল দোহার থানায় পৃথক এক অভিযানে ১ টি চোরাই অটোরিকশাসহ ৩ পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলো মুকুল, শহীদ ও জুয়েল।

উল্লেখ্য গত ০৩.০৮.২০২৩ ইং দোহার থানাধীন বৌবাজার সাকিনস্থ জনৈক ইমন মিয়ার একটি অটোরিকশা অজ্ঞাতনামা চোরেরা সুকৌশলে চুরি করে নিয়ে গেলে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করে যার মামলা নং ০৪, ধারা-পেনাল কোড ৩৭৯, তাং ০৪.০৮.২০২৩। অভিযোগ পাওয়ার সাথে সাথেই দোহার থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে নবাবগঞ্জ থানার বারুয়াখালী তদন্তকেন্দ্রের সহায়তায় ৩ পেশাদার চোর মুকুল, শহীদ ও জুয়েলকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে চোরাই অটোরিকশাটি উদ্ধার করে।

পরে গ্রেফতারকৃত আসামিদের আজ ০৫.০৮.২০২৩ ইং তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তারা চুরির সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে ফৌ:কা:বি: ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

 

আপনার মতামত দিন