দোহারে অটোচালকের লাশ উদ্ধার

460

দোহার উপজেলার নিকড়া তালতলা এলাকা থেকে গোকুল চন্দ্র রায় (৩০) নামে এক অটোরিকশা চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করে দোহার থানা পুলিশ। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলা দামড়াদীঘি গ্রামে বলে জানা গেছে।  

স্থানীয় সূত্রে জানা যায়, গোকুল রায় গত ৪ বছর আগে রিকশা শ্রমিক হিসেবে দোহার উপজেলায় আসে। সে উপজেলার ইউসুফপুর এলাকার নাজিম উদ্দিনের ভাড়া রিকশা চালাতো এবং তারই গ্যারেজে ভাড়া থাকতো।

বৃহস্পতিবার সন্ধ্যার পর যাত্রী নিয়ে গালিমপুরের উদ্দেশে রওনা হয়। রাত  ৯টার আগে  তার গ্যারেজে গাড়ি জমা দেয়ার কথা থাকলেও সে নির্ধারিত সময়ে ফিরে না আসায় গ্যারেজ মালিক নাজিম উদ্দিন ও রুমমেট বাবুল চন্দ্র রায় একাধিকবার তার মোবাইল ফোন যোগাযোগের চেষ্টা করলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পায়। 

দোহার থানা এসআই  মাহমুদুল বলেন, লাশটি ময়না তদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

আপনার মতামত দিন