দোহারের হজ্জ্ববাবা খ্যাত ভন্ড পীর মতির ৩ বছরের কারাদণ্ড

851
হজ্জ্ববাবা

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক এ এস এম মারুফ হোসেন চৌধুরী দেশব্যাপী খ্যাতি পাওয়া দোহারের হজ্জ্ববাবা ভন্ড পীর মতিকে ৩ বছরের কারাদণ্ডাদেশ রায় দেন।
এসময় তার ৮ সহযোগীদের প্রত্যককে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
দোহারে প্রতীকী কাবা শরীফ বানিয়ে টাকার বিনিয়ে হজ্ব করানোর ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রতারণার অভিযোগে মামলা করা হয়।
এ রায়ে সরকারের প্রতি এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছে।

আপনার মতামত দিন