দোহারের সন্তান হিসেবে আমার দেখা বদরুদ্দীন কামরান: দেব কুমার

1529
দোহারের সন্তান হিসেবে আমার দেখা বদরুদ্দীন কামরান

প্রিয় বদরুদ্দীন আহমেদ কামরান ভাই, সাবেক মেয়র, সিলেট সিটি কর্পোরেশন।

সাবেক সভাপতি সিলেট মহানগর আওয়ামী লীগ, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ,বাংলাদেশ আওয়ামীলীগ।

সময় টা ছিলো ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পরবর্তী সময়।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছিলো। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিদিন এর মতো আমাদের ছাত্রলীগের হেল্প ডেস্কে বসে ছিলাম। ডেস্ক থেকে বের হবার আগমুহুর্তে Mahmudur Rahman Jony ভাই,সাবেক সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, আমাদের কে জিজ্ঞাসা করলেন আমরা সিলেটের কামরান ভাই কে চিনি কিনা?আমি হ্যাঁ বললে জনি ভাই বললেন, যে তিনি ডেইরী গেইট আসছেন। তার ছেলে (আদনান কামরান) এর ভর্তি পরীক্ষা আছে।তখন আমি আর বন্ধু Jewel Rana(বর্তমান সভাপতি, জাবি ছাত্রলীগ) ডেইরী গিয়ে কামরান ভাই কে কল দিলে তার গাড়ির কাছে গিয়ে জনি ভাই পাঠিয়েছে বললে সে আমাদের কে তার গাড়িতে উঠতে বলেন। পরবর্তী আমরা কামরান ভাই,আছমা ভাবি সহ আমাদের কামালউদ্দিন হলের গেষ্ট রুমে গিয়ে বসি।এর পর সেই দিন প্রায় বিকাল পর্যন্ত আমাদের সাথে ছিলেন আপনি। দুপুরে আপনি, জনি ভাই সহ সবাই বাঙ্গালীর দোকানে বসে দুপুরের খাবার খেয়েছিলাম। সারাদিন আপনি আমাদের সাথে ছাত্রলীগের রাজনীতি, আওয়ামী লীগ এর রাজনীতি নিয়ে অনেক কথা বলেছিলেন।আদনান এর পরীক্ষা শেষে চলে গিয়েছিলেন। কিন্তু সেই দিন মাত্র কিছু সময়ের পরিচয়ে আপনি যেইভাবে আমাদের মায়ার বাধনে গেথে গিয়েছিলেন। যাবার আগে বলেছিলেন কখনও সিলেট গেলে আপনার বাসায় উঠতে।চাকুরী তে যোগদান করায় আর সিলেট যাওয়া হয়নি।আর আপনার সাথে ও দেখা করা হয়নি।তবে আপনার সাথে ফোনের যোগাযোগ টাও ছিলো। সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচন এ দলীয় কিছু বেইমান এর বিরোধিতার জন্য আপনি হেরেছিলেন।সর্বশেষ সিলেট মহানগর আওয়ামী লীগ এর সভাপতি পদ ও সাবেক হয়ে গিয়েছিলো। কিন্তু প্রিয় নেত্রী শেখ হাসিনার কাছে আপনার যায়গা ঠিক ছিলো। আর আমার মতো হাজারো মানুষের কাছে সিলেট এর আওয়ামী লীগ বলতে ছিলেন শুধু আপনি। আপনার এই চলে যাওয়া আমরা কিছুতেই মানতে পারছি না প্রিয় কামরান ভাই। স্রষ্টা আপনাকে জান্নাতবাসী করুক।

অন্য খবর  আজ থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু

প্রিয় সিলেট এর অভিভাবক, ভালো থাকুন পরপারে।

লেখকঃ দেব কুমার

এসআই, সূত্রাপুর থানা

আপনার মতামত দিন