দোহারের সন্তান পরিচালক সমিতির সভাপতি করোনা আক্রান্ত

452
দোহারের সন্তান পরিচালক সমিতির সভাপতি করোনা আক্রান্ত

নিউজ৩৯ঃ বুয়েট থেকে পাস করে বড় ইঞ্জিনিয়ার হয়ে নিজেকে গড়বেন এটাই ছিল সবার আশা। কিন্তু মানুষটার মনে চলচ্চিত্র, অভিনয় এসব যেনো নেশার মতো দানা বেধেছিল। আর সেই থেকেই এক এক করে উপহার দিলেন অস্কারে পুরস্কার উপযোগী সিনেমা, যা অস্কার না পেলেও পেয়েছে বাংলাদেশ জাতীয় চলচিত্র পুরস্কার। যার মধ্যে মৃত্তিকা মায়া, অনিল বাগচির একদিন এবং গোরসহ অনেক গুলো মুভি! এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কয়েকটি সিনেমায় তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন।

জ্বী, পাঠক বলছি নন্দিত নির্মাতা, অভিনেতা দোহারের শাইনপুকুরের সন্তান গাজী রাকায়েতের কথা!

তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি আছেন। বিশ্ব নন্দিত এই নির্মাতার রোগমুক্তি কামনায় তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।

তার পরিবার বলেন, সকলেই নিজ অবস্থান থেকে দোয়া করবেন, যেন সুস্থ হয়ে আরো সুন্দর এবং সুস্থ ধারার চলচ্চিত্র আমাদের উপহার দিতে পারেন।

আপনার মতামত দিন