দোহারের শিলাকোঠায় দুই বাড়িতে ডাকাতি

1154

দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা গ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ সোমবার দিবাগত রাত দুইটার দিকে দোহারের শিলাকোঠা গ্রামের তসিমুদ্দিন মণ্ডলের বাড়িতে ১৪-১৫ জনের একদল ডাকাত হানা দেয়। তারা বাড়ির কলাপসিবল গেট ভেঙে ঘরে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে এক ভরি স্বর্ণালংকার, একটি রঙিন টেলিভিশন এবং পাঁচ হাজার টাকা লুট করে। বাড়ির লোকজন চিৎকার করলে গুলিবর্ষণ ও বোমা ফাটিয়ে ডাকাত দল পালিয়ে যায়।

এ ছাড়া গত ২১ মার্চ মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে একই গ্রামের প্রবাসী ওহাব শিকদারের বাড়িতে ১৭-১৮ জনের ডাকাত দল প্রবেশ করে। তারা ঘরের দরজা ভেঙে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ভরি স্বর্ণালংকার ও ১৬ হাজার টাকা লুট করে।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ করেনি।

আপনার মতামত দিন