দোহারের মৌড়া স্কুল এখন ধানের আখরা, নানা অনিয়মের অভিযোগ

772
দোহারের মৌড়া স্কুল এখন ধানের আখরা, নানা অনিয়মের অভিযোগ
ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নে অবস্থিত মৌড়া এমদাদ আলী উচ্চ বিদ্যালয়। করোনা ভাইরাসের কারনে বর্তমানে সারা দেশের দোহারের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।
শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও থেমে নেই মৌড়া স্কুলে ধান শিদ্ধ করা, শুকানো সহ নানা ক্ষতিকারক কর্মকান্ড।
জানা যায়, স্কুল পাহাড়া দেওয়ার নাম করে স্কুলের রুমের ভিতরে ধান রাখা শিদ্ধ করা ও শুকানো হচ্ছে। এছাড়াও স্কুলের বিদ্যুৎ অপচয় করে এ ধরনের কাজ চালিয়ে যাচ্ছে স্কুলের পাহাড়াদার তোতা মাঝি। নিজের বাড়ির মত স্কুলেই যাবতীয় কাজ করে যাচ্ছে তিনি। পাহাড়া দেওয়ার নাম করে স্কুলের সম্পদ অপচয় করছে বলে জানায় উক্ত অঞ্চলের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।
স্কুলের এই ধরনের নেতিবাচক কর্মকান্ডের সুষ্ঠু সমাধান চায় এলাকাবাসী।
আপনার মতামত দিন