দোহারের শিমুলিয়া গ্রামের মোঃ মিজানুর রহমান জনতা ব্যাংকের সিইও এন্ড এমডি সচিবালয়ের উপ-মহাব্যবস্থাপক থেকে সম্প্রতি পদোন্নতি পেয়ে ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। মোঃ মিজানুর রহমান ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
মোঃ মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিদ্যায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি চাকরি জীবনে বিভিন্ন সময়ে ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভিন্ন শাখা ও কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। ইতালিস্থ জনতা ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল-এর ব্যবস্থাপকসহ উক্ত কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি ব্যাংকক, শ্রীলংকা এবং গ্রীসে অনুষ্ঠিত বিভিন্ন টেনিং, সেমিনার ও দাপ্তরিক কাজে ভ্রমণ করেন।
তিনি ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।