দোহারের মালিকান্দায় যুবকের আত্মহত্যা

842

গাজী নাদিম, স্টাফ রিপোর্টার, নিউজ৩৯; দোহারের মালিকান্দায় এক যুবক আত্মহত্যা করেছে। তার নাম হাফিজুর রহমান (নিয়াস মোল্লা)। সে পদ্মা সরকারি কলেজ এর ২০১৬-২০১৭ সেশনের সমাজ কর্ম বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। তার বয়স ২৩ বছর। তার পিতার নাম ডাঃ সিরাজুল ইসলাম। তার গ্রামের বাড়ী মেঘুলা কবি নজরুল স্কুলের পিছনে। সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে। হতাশা থেকেই এই আত্মহত্যা বলে অনুমান করা হচ্ছে।

আপনার মতামত দিন