দোহারের বৌবাজারে আত্মহত্যা

241

মোঃ মামুন ♦ আবারও দোহারের থানার বৌবাজার গ্রামে আত্মহত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জের ধরে শনিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর আশঙ্কা। নিহতের নাম সুমা আক্তার (২৪) । পিতা- মোঃ আইয়ুব আলী, পেশায়- ব্যাবসায়ী। জানা যায়, কিছু দিন আগে সুমার সাথে এক পাত্রের বিয়ে বিষয়ে পারিবারিক ভাবে কথাচলাকালীন ঐ পাত্র সুমার ছোট বোনকে নিয়ে পালিয়ে বিয়ে করে। এতে পারিবারিক বিরোধ চরমে ওঠে। ধারনা করা হচ্ছে, এ রকম কোন বিষয় থেকেই মায়ের সাথে ঝগড়া করে গলায় ওড়না পেঁচিয়ে সুমা আত্মহত্যা করে।
উল্লেখ্য গত ফেব্রুয়ারি মাসে একই এলাকায় প্রেম ঘটিত বিষয়ে দশম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করে।

আপনার মতামত দিন