দোহারের বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক পত্তনদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

169

মোঃ আল-আমিন ও শরিফ হাসান, news39.net: দোহার উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা আঃ খালেক পত্তনদার (৭০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় রাজার বাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দোহার উপজেলা মাহমুদপুর ইউনিয়নে হরিচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক পত্তনদারের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামায শেষে, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ নাঈমের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দোহার থানা পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক পত্তনদার এর কফিনে রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শন করে ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে।

বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক পত্তনদার মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাতিজা উপুল পত্তনদার।

আপনার মতামত দিন