দোহারের বাদ পড়া ভোটারদের ভোটার হবার সুযোগ

372

ভোটার তালিকা থেকে যারা বাদ পরেছেন তাদের জন্য নতুন করে ভোটার তালিকায নাম উঠানোর সুযোগ এসেছে। আগামী ৩০ জুন মঙ্গলবার জয়পাড়া পাইলট স্কুলে দোহার উপজেলার বাদ পড়া ব্যক্তিদের ছবি তোলা হবে।

দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন নিউজ৩৯.নেট কে এই নতুন ভোটার সংযুক্ত করার ব্যাপারটি নিশ্চিৎ করেছেন। এর জন্য যে যে ইউনিয়নের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের কাছ থেকে জন্ম নিবন্ধন পত্র নিয়ে সকাল ১০ টায় জয়পাড়া পাইলট স্কুলে উপস্থিত থাকতে বলেছেন।

আপনার মতামত দিন