দোহারের বাঁশতলা আইডিয়াল স্কুলে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

77
বাঁশতলা আইডিয়াল স্কুলে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

ঢাকার দোহারের বাঁশতলা আইডিয়াল স্কুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে স্কুলের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন পালন করা হয়েছে।

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর আজকের এ দিনে গোপালগঞ্জের মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষতা ও বিচক্ষণতা দিয়ে এখন বিশ্বমানের নেতার পর্যায়ে নিজের স্থান করে নিয়েছেন।

জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সোহান । আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আতিকুর রহমান স্বাধীন, আল রাজিব, মোঃ রায়হান শেখ, মাকসুমুল মুকিম, মাইশা আনিকা মিম, শারমিন আক্তার , দোলন আক্তার , সহ স্কুলের শিক্ষার্থীরা

আপনার মতামত দিন