দোহারের প্রমত্তা পদ্মায় ঝাকেঁ ঝাকেঁ ধরা পড়ছে সুস্বাদু রুপালি ইলিশ

2449

মৌসুম শেষ হলেও দোহারের প্রমত্তা পদ্মায় কয়েকদিন ধরে আবারো ঝাকেঁ ঝাকেঁ ধরা পড়ছে সুস্বাদু রুপালি ইলিশ। আর এতে বেজায় খুশি জেলেদের পাশাপাশি দোহার-নবাবগঞ্জের সাধারন মানুষরা।  পদ্মায় ইলিশ আসায় দোহারের মৈনট, অরেঙ্গাবাদ, নারিশার জেলেরা মাছ ধরা ও বিক্রিতে ব্যাপক ব্যস্ত হয়ে পড়েছেন।

ফলে দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জ, শ্রীনগরের চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে পদ্মার ইলিশ। আর বিপুল পনিমাণ ব্যবসায়ী এই ইলিশ কিনতে এখানে ছুটে আসছেন দোহারের পদ্মাপাড়ে।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, চলতি মৌসুমে সরকারের নেয়া সংরক্ষণ প্রচেষ্টার ফলে বঙ্গোপসাগরে ইলিশের প্রজনন বৃদ্ধি পাওয়ায় বিপুল ইলিশ পদ্মায় চলে এসেছে।

প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার ইতিবাচক ফল হিসেবে এ এলাকায় এবার প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে।

আপনার মতামত দিন