দোহারের পালামগঞ্জ থেকে ৩ জোয়ারি আটক

375

নিউজ৩৯:দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ মাছ বাজার থেকে তিন জোয়ারিকে আটক করেছে দোহার থানা পুলিশ। তারা হলেন ইকরাশি গ্রামের জয়নাল বেপারীর ছেলে অাহাদুল(৩৫), হাতুরপাড়া গ্রামের হেলালের ছেলে শহিদুল(১৯), লক্ষিপ্রশাদ গ্রামের হানিফ মোল্লার ছেলে জুলহাস(৩৩)।

৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় তাদের অাটক করা হয়। পরে উপজেলা সহকারি কমিশনার ভুমি জ্যোতি বিকাশ চন্দ্রের ভ্রম্যমান অাদালতে ১৮৬৮ সনের ৪ ধারায় তিন জনকে বিনাশ্রম ১০ দিন করে কারাদন্ড দিয়ে অাসামীদের অাদালতে প্রেরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দোহার থানা এএসঅাই অালী অাকবর ও তার ফোর্স।

আপনার মতামত দিন