দোহারের পদ্মা বিশ্ববিদ্যালয় কলেজে শহীদ দিবস পালন

709
দোহারের পদ্মা বিশ্ববিদ্যালয় কলেজে শহীদ দিবস পালন

ঢাকার দোহার উপজেলার পদ্মা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শহীদ দিবস ও অমর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২১শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে শহীদ মিনারে ফুল দেয়ার মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ফুল দেয়া শেষে শহীদদের আত্তার মাগফিরাতের জন্য দোয়া করা হয়। অমর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা কলেজের সম্মানিত গভর্নিং বডির চেয়ারম্যান, মেজর জেনারেল (অব:) ডা. এ. আর খান, আই. জি. আর আব্দুল মান্নান খান, পদ্মা কলেজের অধ্যক্ষ জনাব মজিবুল হায়দার, উপাধ্যক্ষ জনাব জালাল হোসেনসহ পদ্মা কলেজের সকল শিক্ষক ও কর্মচারিবৃন্দ।

আপনার মতামত দিন