দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের দেবিনগর গ্রামের পদ্মা নদীতে চলছে অবৈধ ড্রেজোর মেশিন বসিয়ে বালু উত্তোলন। এতে নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়ছে উপজেলার দেবিনগর, বিলাসপুর, মধুরচর, নারিশা পশ্চিম-চর ও চর-পুরুলিয়া গ্রামের কয়েক হাজার মানুষ।
আজ বৃহ্স্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মা নদীর তীরে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে চলছে বালু উত্তোলন। স্থানীয় সূত্রে জানা যায় বিলাসপুর ইউনিয়নের লতিফ ও জাহাঙ্গীর আলম নামে দুই প্রভাবশালী ব্যক্তি এ ড্রেজার মেশিন চালাচ্ছে।
এলাকাবাসী জানান, নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়েছি আমরা। যে কোন সময় শুরু হতে পারে নদী ভাঙ্গন। আমরা এর প্রতিকার চাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত লতিফ ও জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তারা অভিযোগ অস্বীকার করেন।
এ ব্যাপারে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ জানান, কারো বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের প্রামাণ পাওয়া গেলে তাদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।