ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের ৯৫০ পরিবারের মাঝে সরকারি ত্রান সামগ্রী পৌঁছে দেন নয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শামীম আহম্মেদ হান্নান । ১৯মে মঙ্গলবার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের ধোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ৯৫০ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ও সালমান এফ রহমান এর সহযোগিতায় খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সারা দেশের মত দোহারেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ফলশ্রুতিতে চলমান অঘোষিত লকডাউন এর কারণে সাধারণ জনজীবন অনেকটাই বিপর্যস্ত। এর ফলে চরম বিপাকে পড়েছেন দোহারের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো। নানা শ্রেণি পেশার মানুষ কাজ হারিয়ে এক প্রকার অসহায় অবস্থায় জীবন যাপন করছে । স্বাভাবিক আয়ের উৎস চলমান না থাকা এবং সামান্য জমানো অর্থ শেষ হয়ে যাওয়ায় ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করছে এসব পরিবারের অনেক সদস্যরা। তাই এই অসহায় মানুষগুলোর কষ্ট দূরীকরণে ও তাদের মুখে হাসি ফুটানোর লক্ষে ত্রাণ সহায়তা পৌঁছে দেন নয়াবাড়ির এই মানবিক ইউপি চেয়ারম্যান ।
এই কঠিন সময়ে ত্রান পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটেছে।