ঢাকার দোহার উপজেলার নারিশার পদ্মা নদী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ১১৩ কেজি মা ইলিশ এবং তিন হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং উদ্ধারকৃত মাছ ৯টি এতিমখানাসহ দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
নিষেধাজ্ঞা অম্যান্য করে মাছ শিকারের খবর পয়ে আজ রবিবার ভোরে উপজেলা মৎস্য কর্মকর্তা এ বি এম জাকারিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ বি এম জাকারিয়া বলেন, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমরা সবসময় তৎপর রয়েছি। প্রকৃত জেলেরা নিষেধাজ্ঞার সময় নৌকা-জাল নিয়ে নদীতে তেমন নামছেন না। কিন্তু লোভের বশবর্তী হয়ে কিছু মৌসুমী জেলে রাতে ইলিশ শিকারে বের হচ্ছেন। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।”
আপনার মতামত দিন