দোহারের চরকুশাই গ্রামে নদীতে গোসল করতে নেমে ২ শিশু নিখোঁজ

988

দোহার উপজেলার চরকুশাই গ্রামে পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে মাহিদুল ( ৮) ও জিদাহ (৭) নামে দুই শিশু নিখোঁজ হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে দোহার উপজেলার চরকুশাইর চর এলাকার নীল চাঁদ ব্যাপারীর বাড়িতে বেড়াতে আসে নীল চানের ছেলের ঘরের নাতি মাহিদুল ইসলাম ও মেয়ের ঘরের নাতি মো: জাহিদ। গতকাল মংগলবার দুপুরে  মাহিদুলের বাবা পলাশ ব্যাপারীর সাথে বাড়ির পাশের পদ্মার শাখা নদীতে গোসল করতে নামে তারা ।

নদীতে তীব্র স্র্রোতের কারণে পানিতে তলিয়ে যায় মাহিদুল ও সজিব। এ সময় স্থানীয়রা দুইজকে উদ্ধারের চেষ্টা করে। ঘটনার তিন ঘণ্টা পর ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিশুদের উদ্ধারে প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে ব্যর্থ হলে সন্ধ্যা ৬টায় অভিযান সমাপ্ত ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তাদের উদ্ধার করা যায়নি।

আপনার মতামত দিন