দোহারের গৃহবধুর গলিত লাশ কোঠাবাড়ীর বিল থেকে উদ্ধার

290

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আফসানা আক্তার (২০) নামে এক গৃহবধুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এবিষয়ে নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে। সোমবার রাতে উপজেলার নয়ানগর গ্রাম সংলগ্ন কোঠাবাড়ীর বিল থেকে এ লাশ উদ্ধার করা হয়। সে গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল। নিহত আফসানা আক্তার রাজধানীর জুরাইন এলাকার মো. নাঈমের স্ত্রী। সে দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের ইমামনগর গ্রামের কুয়েত প্রবাসি নান্নু ভূঁইয়ার পালিত মেয়ে বলে জানা যায়। সে দোহারে বাবার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে কোঠাবাড়ীর বিলে স্থানীয় জনতা ঐ গৃহবধূর লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্বজনরা খবর পেয়ে আফসানা আক্তারের লাশ শনাক্ত করেন। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। এবিষয়ে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে ঐ গৃহবধূর পরিবার।

এবিষয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক সোহেল রানা বলেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। 

আপনার মতামত দিন