ঢাকা জেলার দোহার উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছুয়েছে। নতুন করে ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় দোহার উপজেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫০০ ছুয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।
দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, এ উপজেলায় করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থতার হার বেশি। মোট সুস্থ হয়েছেন ৩৯৬ জন। করোনায় মৃত্যুবরণ করেছেন ৮ জন। বর্তমানে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ২ জন এবং বাড়িতে ৯৪ জন। এ পর্যন্ত দোহার উপজেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬৬৮ জনের।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জনান, দোহার উপজেলার করোনা ভাইরাসে আক্রান্তদের সঠিক চিকিৎসা ও প্রতিনিয়ত মনিটরিংয়ের কারণে সুস্থতার হার বেশি। এছাড়া ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান সার্বক্ষণিক আক্রান্ত রোগীদের বিষয়ে খোঁজ খবর রাখছেন বলে জানান তিনি। করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।