শত কোটির ঘরে যাবার আশা দোহারের ঈদ বাজার

331

আসন্ন রমজানের ঈদকে সামনে রেখে ঈদের পোশাক ও অনান্য জিনিস মিলে বিক্রয় শত কোটির মাইল ফলক ছাড়িয়ে যাবে বলে আশা করছেন জয়পাড়া বাজারের ব্যবসায়ীরা। মুলত কাপড়ের দোকানে বিক্রি বেশি হলেও পিছিয়ে নেই ইলেকট্রনিক্সের দোকানও। ঈদ ঘনিয়ে আশার সাথে সাথে দোকানে ক্রেতার আগমনও বাড়ছে।

প্রবাসী প্রধান এলাকা হিসাবে সারা বাংলাদেশে দোহারের একটি বিশেষ সুনাম আছে। প্রতি বছর ঈদে প্রচুর ক্রেতা সমাগম ঘটে জয়পাড়া বাজারে। ঢাকা শহরের মতো সকল সুবিধা সম্বোলিত অসংখ্য ফ্যাশন হাউস গড়ে উঠেছে জয়পাড়া। তারপরও ঈদের সময় ক্রেতা চাহিদা সামলে উঠতে পারছে না এই ফ্যাশন হাউস গুলো। ঈদ আসার সাথে সাথে জয়পাড়া বাজারে পা ফেলা মুসকিল হয়ে দাড়িয়েছে। বিভিন্ন মার্কেট ও দোকানে দেখা গেছে একই চিত্র।

ভুতের গলি এলাকায় অবস্থিত জুতার দোকান উপড়ে পড়ছে ক্রেতায়।  আর আসন্ন ঈদ উপলক্ষেও দোকান মালিকরা উঠিয়েছেন নানা রকম ডিজাইনের জুতো। বড়ারড়ের মতো এবারও চাপড়ার স্যান্ডেলের প্রতি বেশি আগ্রহ তরুন সমাজের বলে জানিয়েছেন ভুতের গলির এক জুতোর দোকানের মালিক। এছাড়া চাইনিজ স্নিকারও খুব ভাল চলছে বলে জানান।

অন্য খবর  দোহারে শামীমা রাহিম শিলার ত্রাণ সামগ্রী বিতরণ

জয়পাড়া বিভিন্ন ফ্যাশন হাইস গুলোতে দেখা গেছে একই দৃশ্য। আয়োজন, আলোড়ন, পালকি, প্রিয়জন সবখানেই ক্রেতার উপড়ে পড়া ভীড়। তরুন তরুনির পদভারে ভরে উঠেছে এই সব ফ্যাশন হাউসগুলোর প্রাঙ্গন। তাই এবারের ঈদে জয়পাড়া বাজারের ব্যবসায়ীরা আশা করছেন এবারের সম্মেলিত বিক্রয় শত কোটি টাকা ছাড়িয়ে যাবে।  তাদের আশাটা হয়তো বরাবরের মতো এবারো পূরণ হবে।

আপনার মতামত দিন